ফিলিস্তিনের হাসপাতালে ইসরাইলি হামলার নিন্দা জানালো ডব্লিউএইচও
- By Jamini Roy --
- 28 December, 2024
ফিলিস্তিনের উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের ওপর ইসরাইলি সামরিক বাহিনীর ন্যাক্কারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলেছে, চিকিৎসাব্যবস্থায় এমন হামলা হাজার হাজার ফিলিস্তিনির জন্য মৃত্যুদণ্ডের মতো। তারা এ ধরনের হামলার অবসান দাবি করেছে। শনিবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গত ২৭ ডিসেম্বর স্থানীয় সময় শুক্রবার কামাল আদওয়ান হাসপাতালের ওপর হামলা চালিয়ে ইসরাইলি বাহিনী হাসপাতালের প্রধান বিভাগগুলো মারাত্মকভাবে ধ্বংস করে। হামলার ফলে হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ডব্লিউএইচও একটি এক্স পোস্টে জানিয়েছে, হাসপাতালের গুরুত্বপূর্ণ কিছু বিভাগ পুড়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে।
ইসরাইলি বাহিনী দাবি করেছে, হাসপাতালটি 'হামাসের শক্ত ঘাঁটি' হিসেবে ব্যবহৃত হচ্ছিল, তবে তারা এই দাবি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে, হামাস এই অভিযোগ ‘স্পষ্টভাবে’ অস্বীকার করেছে।
কামাল আদওয়ান হাসপাতালে শুক্রবার সকাল পর্যন্ত ১৮০ জন মেডিকেল স্টাফ ও ৭৫ জন রোগীসহ প্রায় ৩৫০ জন মানুষ ছিল। তাদের মধ্যে ৬০ জন স্বাস্থ্যকর্মী ও ২৫ জন গুরুতর রোগী হাসপাতালের ভেতরে আটকা পড়ে ছিলেন, যারা ভেন্টিলেটরে ছিলেন। ডব্লিউএইচও জানিয়েছে, ধ্বংসপ্রাপ্ত হাসপাতালের রোগীদের সরিয়ে নেয়া হয়েছে এবং এখনো কিছু গুরুতর রোগী হাসপাতালের ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং যুদ্ধবিরতির জন্য তাদের আহ্বান পুনর্ব্যক্ত করেছে।